Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনিদের ইন্তিফাদা অব্যাহত, নারী-শিশুসহ আটক ৬ শতাধিক

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে ফিলিস্তিনিদের ইন্তিফাদায় (প্রতিরোধ আন্দোলন) ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী ও শিশুসহ গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৬২০ জনকে। এছাড়াও ছোট ছোট শিশুদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে পৈশাচিক নির্যাতনের ঘটনাও প্রকাশ পেয়েছে। গত ৬ ডিসেম্বর ট্রাম্পের ওই ঘোষণার পরই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে ফিলিস্তিনিরা। ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস; যা এখনো অব্যাহত রয়েছে। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব (পিপিসি)-এর হিসাবে, ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের মধ্যে ১২ জন নারী এবং ১৭০টি শিশুও রয়েছে। এছাড়া আহত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগকেই রাতের অন্ধকারে সামরিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের একটা বড় অংশই ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে শামিল হতে গিয়ে ইসরাইলি বাহিনীর ধরপাকড়ের শিকার হয়েছেন। এই ধরপাকড় থেকে মুক্তি পাননি বিদেশিরাও। আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে তুরস্কের তিন নাগরিককে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। পরে অবশ্য দুজনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ধরপাকড়ের মধ্যেই ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই রাজপথে নামছেন ফিলিস্তিনিরা। আওয়াজ তুলছেন নিজেদের স্বাধিকারের দাবিতে। জেরুজালেম, গাজা উপত্যকা, পশ্চিম তীরের রামাল্লা, হেবরন, বেথলেহেম, নাবলুস, কালকিলিয়া, তুলকার্ম ও জেনিনের রাস্তায় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে শ্লোগান তুলছেন তারা। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ছে ইসরাইলি বাহিনী। তবে এতে দমে যাননি মুক্তিকামী মানুষেরা। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। ট্রাম্প আর নেতানিয়াহু’র ছবি পুড়িয়ে, আমেরিকা-ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে শ্লোগান তুলছেন, ফিলিস্তিনিদের রাজধানী নির্ধারণের অধিকার আমেরিকাকে কেউ দেয়নি। বিবিসি, রয়টার্স।

 



 

Show all comments
  • SHIMUL AHMED ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:৪৫ পিএম says : 0
    আমেরিকা-ইসরাইলে আল্লাহর গজব নামুক.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ