Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ.কোরিয়ায় তেল রপ্তানি অব্যাহত রাখায় নাখোশ ট্রাম্প

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : নিষেধাজ্ঞা সত্তে¡ও চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি অব্যাহত রাখায় বেজায় নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার এক টুইটার বার্তায় চীনকে ‘হাতেনাতে ধরা’ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। স¤প্রতি দক্ষিণ কোরিয়ার দৈনিক চসান ইলবো এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে চীনের তেলবাহী ট্যাংকারগুলো সাগরে উত্তর কোরিয়ার ট্যাংকারে তেল দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে গত অক্টোবর থেকে এ পর্যন্ত অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের বিষয়টি প্রায় ৩০ বার ধরা পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ট্রাম্প লিখেছেন, হাতেনাতে ধরা- অত্যন্ত হতাশার যে চীন উত্তর কোরিয়ায় তেল পাঠানোর সুযোগ অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে উত্তর কোরিয়ার সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান কখনোই হবে না। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ