মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে; ফলে আমেরিকাকে এখন দেশটি থেকে সেনা সরিয়ে নিতে হবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে গত বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ আরো বলেন, মার্কিন সেনারা জাতিসংঘের অনুমতি নিয়ে সিরিয়ায় অবস্থান করছে না কিংবা দামেস্ক সরকারও তাদের আমন্ত্রণ জানায়নি। কাজেই মার্কিন সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে বলে মনে করে মস্কো। রুশ মন্ত্রী আশা করেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অল্প কিছুদিনের মধ্যে চূড়ান্ত বিজয় আসবে। তিনি জানান, গত বছরে রাশিয়ার কাছে অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করা এবং আস্তানা আলোচনায় ইরান ও তুরস্কের সহযোগিতা নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় কয়েক দফা বৈঠকের পর সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। ইন্টারফ্যাক্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।