বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৩৮তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ১২টায় শেষ হয় বহুনির্বাচনী ধরনের এ পরীক্ষা। এতে অংশ নেয় মোট তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী। বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা পরে।
সকাল থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রের বাইরে ভিড় করতে দেখা যায়। প্রায় সকল কেন্দ্রেই সকাল সাড়ে নয়টায় পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়।
এবছর অনেক পরীক্ষার্থীই প্রশ্ন ফাঁসের আশংকা করলেও এখন পর্যন্ত এমন কোন তথ্য পাওয়া যায়নি। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, “কোনভাবেই যেন প্রশ্ন ফাঁসের অভিযোগ না আসে এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম। কোন ধরনের সমস্যা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে”।
নতুন কোন বিজ্ঞপ্তি না আসলে এটিই হবে বর্তমান সরকারের মেয়াদকালে শেষ সাধারণ বিসিএস পরীক্ষা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।