Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট খেলার সামর্থ্যই নেই জিম্বাবুয়ের!

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট মাত্র দুই দিনেই হেরেছে জিম্বাবুয়ে। নিজ দলের এমন দশা কার-ই বা ভালো লাগে। ভালো লাগেনি দলটির সাবেক তারকা হিথ স্ট্রিকেরও। রাগে ক্ষেভে তাই বলেই ফেললেন, টেস্ট ক্রিকেট থেকে দূূরে থাকা উচিত জিম্বাবুয়ের!
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দিবা-রাত্রিতর একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করামের ১২৫ রানের সুবাদে ৯ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে প্রোটিয়ারা। প্রথম দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৪ উইকেটে ৩০ রান করে জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিন নিজেদের ১৬ উইকেট হারায় সফরকারীরা। প্রথম ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট হবার পর দ্বিতীয় ইনিংসে ১২১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। চারদিনের ম্যাচ দ্বিতীয় দিন ডিনারের আগেই স্বাগতিকদের কাছে ইনিংস ও ১২০ রানে হেরে বসে জিম্বাবুয়ে। এমন হারের পর স্ট্রিক বলেন, ‘জিম্বাবুয়ের অনেক বেশি ওয়ানডে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা উচিত অথবা নীচের সারির দলগুলোর সাথে টেস্ট ক্রিকেট খেলা উচিত। জিম্বাবুয়ের উচিত বড় দলগুলোর সাথে টেস্ট খেলা থেকে দূরে থাকা।’ তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলার মত সামর্থ্য আমাদের নেই। টেস্ট খেলার অনেক ঘাটতি রয়েছে আমাদের। টেস্ট ক্রিকেট খেলতে গেলে অনেক ক্ষেত্রে উন্নতির ব্যাপার রয়েছে। তাই টেস্ট ক্রিকেট থেকে আমাদের দূরেই থাকা উচিত। তবে ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো করতে পারবো এবং প্রতি›দ্ব›িদ্বতা করতে পারবো।’
তারপরও যদি জিম্বাবুয়ে টেস্ট খেলতে চায়, তবে আয়ারল্যান্ড বা আফগানিস্তানের বিপক্ষে খেলা উচিত বলে জানান স্ট্রিক, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য আমাদের নীচের সারির দলগুলোর সাথে অনেক বেশি ম্যাচ খেলতে হবে। এটি অনেকটা রেলিগেশন ধরনের হতে পারে। এখানে ভালো খেলে বড় ফরম্যাটের জন্য নিজেদের তৈরি করা যাবে। তবে অবশ্যই আমার উপরের সারির দলগুলোর বিপক্ষে খেলতে চাই। কিন্তু ঐ ম্যাচগুলো আমাদের দেশের মাটিতে হলে ভালো হবে। এতে আমাদের কন্ডিশনের সুবিধা ভোগ করতে পারবো এবং প্রতিপক্ষের সাথে লড়াই করতে সক্ষম হবো। যা আমরা পোর্ট এলিজাবেথে করতে পারিনি। নিজেদের কন্ডিশন ও পীচ থেকে সব সুবিধা নিয়েছে প্রোটিয়ারা। এমন কন্ডিশনে খেলাটা সত্যিকারর্থেই কঠিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ