Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনের উত্তরাঞ্চলে কার্ফুর মেয়াদ বাড়িয়েছে মিয়ানমার

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানামারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে কার্ফুর মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষ। সংখ্যালঘু রোহিঙ্গা অধ্যুষিত এই শহরে নিরাপত্তা, স্থিতিশীলতা ও আইনের শাসন ফিরিয়ে আনতে মেয়াদ বাড়ানো হয় বলে কর্তৃপক্ষ জানায়। মংডু জেলা প্রশাসনের বরাত দিয়ে মিয়ানমার নিউজ এজেন্সি ২৭ ডিসেম্বর এই খবর দেয়। ২৫ ডিসেম্বর থেকে ওই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা যায়। এতে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ এবং সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘরের বাইরে থাকা নিষিদ্ধ করা হয়েছে। গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি সীমান্ত নিরাপত্তা চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’র হামলার পর থেকে সেখানে কার্ফু চলছে। ওই হামলার জেরে সেনাবাহিনী শুদ্ধি অভিযান শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় সাড়ে ছয় লাখ মুসলিম রোহিঙ্গা পালিয়ে যায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ