Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তহবিল কর্তনের প্রভাব নিয়ে সতর্ক করলেন ব্রিটিশ মন্ত্রী

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের তহবিলে অর্থ বরাদ্দ কমানোর ঘোষণায় সতর্ক হওয়ার আহŸান জানিয়েছেন যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদের সদস্য আলিস্টাইর বার্ট। তহবিল কমানো হলে বিশ্বের গরীব দেশ ও নারী শরণার্থীদের স্বাস্থ্য ও ত্রাণ কর্মসূচিতে প্রভাব পড়বে বলে জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। গত বুধবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন ও মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী আলিস্টাইর বার্টের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি বলেন, নগদ অর্থের ঘাটতি জাতিসংঘ কর্মসূচিতে ব্যাপক প্রভাব ফেলবে। মিডল ইস্ট মনিটর।
এভারেস্টের উচ্চতা পরিমাপে ভারতীয় প্রস্তাব প্রত্যাখ্যান
ইনকিলাব ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা পুণরায় যৌথভাবে পরিমাপের জন্য ভারত যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে নেপাল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা পুনরায় মাপার প্রসঙ্গটি আলোচনায় আসে। তবে নেপাল জানিয়েছে, তারা নিজেরাই সেটা সম্পন্ন করবে। নেপালের সার্ভে ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল গনেশ ভট্ট পিটিআইকে বলেন, তবে ভারত ও চীনের কাছ থেকে নেপাল এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহায়তা নেবে। পিটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ