Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় সশস্ত্র বাহিনীতে ঘাটতি ৬০ হাজার সদস্য

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের সশস্ত্র বাহিনীতে ৬০,০০০ জনবলের ঘাটতি রয়েছে। বুধবার সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। সশস্ত্র বাহিনীতে জনবল ঘাটতির বিস্তারিত তথ্য লোকসভায় তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান। মন্ত্রী বলেন, সেনা নৌ ও বিমানবাহিনীতে কর্মকর্তা পর্যায়ে ঘাটতি রয়েছে ৯,২৫৯ জন। এর নীচে ঘাটতি সংখ্যা ৫০,৩৬৩ জন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর জনবল ১২ লাখ ৩৭ হাজার। তবে বরাদ্দ জনবল হলো ১২ লাখ ৬৪ হাজার। এই বাহিনীতে জনবলের ঘাটতি ২৭,৮৬৪ জন। নৌবাহিনীর বর্তমান জনবল ৬৭,২২৮ জন। এখানে পদ খালি আছে ১৬,২৫৫টি। ভারতের বিমানবাহিনীতে ১৫,৫০৩ সেনার ঘাটতি রয়েছে। এই বাহিনীর বর্তমান জনবল এক লাখ ৫৫ হাজার। এই হিসেবে ডেন্টাল ও মেডিকেল কোরের জনবল ধরা হয়নি। বর্তমানে এই কোরে জনবল সংখ্যা ৫৯,৬২২ জন। মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ একটি অব্যাহত প্রক্রিয়া। তবে, জনবলের ঘাটতি মেটাতে সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এক প্রশ্নের জবাবে সিতারামন জানান, ২০১৪-১৫ সাল থেকে ভারতীয় বিমানবাহিনীতে ১০টি মিগ ফাইটার দুর্ঘটনা কবলিত হয়। তিনি বলেন, বিমানবাহিনীতে ১০ স্কোয়ড্রন মিগ-২১ ও মিগ-২৭ রয়েছে। এগুলো তাদের পুরো কারিগরি মেয়াদ শেষে ২০২৪ সালে অবসরে যাবে। তিনি আরো জানান, সেনাবাহিনীতে আকাশ ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সংযোজনের জন্য আরো দুটি রেজিমেন্ট সৃষ্টির অনুমোদন করা হয়েছে। গত চার বছরে সশস্ত্র বাহিনীর ৪১৮ সদস্য আত্মহত্যা করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, এর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ৩৩৫টি ঘটে সেনাবাহিনীতে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ