Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ৩ শহরে হামলার হুমকি দিলো আল-কায়েদা

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরু শহরে হামলার হুমকি দিয়েছে আল-কায়েদা। আল-কায়দার এ উপমহাদেশের সেকেন্ড ইন কমান্ড ওসামা মাহমুদ এক ভিডিও-বার্তায় এ হুমকি দিয়েছেন। ভিডিও-বার্তায় ওসামা মাহমুদ বলেন, ভারতীয় সেনা ও হিন্দু সরকারের শান্তিপূর্ণ জগৎকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে। কাশ্মীরকে ধরে রাখার জন্য ভারত এর মধ্যেই ছয় লাখ সেনা ব্যবহার করেছে। যদি কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হয়, তাহলে ভারত চেতনা ফিরে পাবে। কাশ্মীরের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম স¤প্রদায়ের প্রতি আহŸান জানিয়ে মাহমুদ বলেন, যেভাবে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে তোলা হয়েছে, সেভাবেই ভারতীয় সেনা ও হিন্দু সরকার পরিচালিত ভারতকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে। আল-কায়েদার এই হুমকির পরিপ্রেক্ষিতে জনসচেতনতা বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই নেতার দাবি, কাশ্মিরকে হাতে রাখতে এই মুহূর্তে উপত্যকায় মোতায়েন রয়েছে প্রায় ৬ লাখ ভারতীয় সেনা। অন্য শহরে আক্রমণ চালালে সেই সেনা সরাতে বাধ্য হবে ভারত। আর তখনই কাশ্মিরের উপর থেকে সেনা-রাশ আলগা হবে। আর তাতেই নাকি মুক্তির স্বাদ পাবে উপত্যকা! গোয়েন্দারা জানিয়েছেন,এ উপমহাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। যারা মূলত মুক্তমনাদের হত্যার করার অভিযোগে অভিযুক্ত। নাম পাল্টে তারা এখন আনসার আল ইসলাম। স¤প্রতি তাদের তিন সদস্য কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর হাতে ধরা পড়ে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ