মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক কোরি লেভানদোস্কির বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ করেছেন এক কণ্ঠশিল্পী। জয় ভিলা নামের ওই শিল্পী বলছেন, গত মাসে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে লেভানদোস্কি তার শরীরের পেছনের অংশে দুই দফা আঘাত করেছিলেন। ঘটনা জানার পর বন্ধুদের অনুরোধে বড়দিনের আগে পুলিশের কাছে সবকিছু খুলে বলেন তিনি। তিনি জানান, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে লেভানদোস্কির সঙ্গে ছবি তোলার সময় লাঞ্ছনার ওই ঘটনা ঘটে। ছবি তোলার পর লেভানদোস্কি ভিলার নিতম্বে প্রথমবার আঘাত করেন; ভিলা নিষেধ করলে এবং এই বিষয়ে যৌন হয়রানির অভিযোগ করা হবে বলে মজা করলে দ্বিতীয়বারও একই কাজ করেন ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক। এ বিষয়ে লেভানদোস্কির কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ে ট্রাম্প তার প্রচার শিবিরের ব্যবস্থাপক লেভানদোস্কিকে বরখাস্ত করেছিলেন। প্রথমদিকে বিষয়টি নিয়ে এগিয়ে আসতে শঙ্কা হচ্ছিল, চাইনি তার (লেভানদোস্কি) বা আমার পরিবারের সদস্যরা বিব্রত হোক, আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেন ভিলা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।