মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : স্টেশনটি পাঁচ দশক ধরে সবার কাছে ভুতুড়ে স্টেশন হিসেবেই পরিচিত। ভূত আতঙ্কে দীর্ঘদিন বন্ধও রাখা হয়েছিল স্টেশনটি। বছর দশেক ফের সেটি চালু করা হয়েছে। কিন্তু স্টেশনটি চালু হলেও ভূত আজও তাড়া করে ফিরছে যাত্রীদের। তাই এবার ভূত তাড়াতে মাঠে নেমেছে প্রশাসন। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বেগুনকোদর রেলস্টেশনের। জনসচেতনতা বাড়াতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ভূতের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এমনকি স্টেশনে রাত জাগার সিদ্ধান্তও নিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রচলিত আছে, রাতে কোনো ট্রেন বেগুনকোদর স্টেশনের আপ বা ডাউন লাইনে ঢুকলেই সামনে থেকে একটি ছায়ামূর্তি দৌড়ে আসে। আবার মাঝরাতে নাকি চাদর মুড়ি দেওয়া কোনো ব্যক্তি গোটা স্টেশন চত্বরজুড়ে ঘুরে বেড়ায়। সেসঙ্গে নাকি শোনা যায় নানা ধরনের আর্তনাদ। ভূতের এই উপদ্রব থেকে মানুষকে রেহাই দিতে পুরুলিয়া জেলা প্রশাসন, বিজ্ঞান মঞ্চ, রেল ও পুলিশ একযোগে প্রচারণায় নেমেছে। ভূতের ভয় কাটাতে প্রয়োজনে ওই স্টেশনে রাতও কাটাবেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।