Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১:২১ পিএম

ক্ষমতাসীন লোকদের কেন্দ্রদখল, ব্যালট ছিনতাই, রাতেই ব্যালটে সিলা, সাধারণ ভোটারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া, ধানের শীষের প্রার্থীদের এজেন্টদের মারধর কের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ৮টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থী হলেন, রায়কোট উত্তরের মিয়া মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণের নজরুল ইসলাম মিনু, আদ্রা উত্তর ইউনিয়নের মাহবুবা আক্তার ও আদ্রা দক্ষিণের মাইনুদ্দিন, দৌলখাঁ ইউনিয়নের মোশাররফ হোসেন মিশু, বটতলী ইউনিয়নের গোলাম মাওলা, জোড্ডা পূর্ব ইউনিয়নের শফিকুর রহমান ও পশ্চিমের ডা. শাহজাহান।



 

Show all comments
  • ২৮ ডিসেম্বর, ২০১৭, ৬:৪০ পিএম says : 0
    আমি বুজিনা কেনইবা তারা নির্বাচনে যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট বর্জনের ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ