Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই লাখ পিস ট্যাবলেটসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ইয়াবার কারখানার সন্ধান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নগরীর একটি ফ্ল্যাটে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। সেখান থেকে আড়াই লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও অন্তত ১০ লাখ ইয়াবা ট্যাবলেট তৈরির উপকরণ ও দু’টি মেশিন। নগরীর ডবলমুরিং থানার বেপারীপাড়া কমিশনার গলির আবুল হোসেনের মালিকানাধীন ৫ তলা ভবনের ৩য় তলার ফ্ল্যাটে মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের নারায়ন মজুমদারের পুত্র শ্যামল মজুমদার (৩৭), লোহাগাড়া উপজেলার মজিদের পাড়া গ্রামের বশির আহম্মদের পুত্র আব্দুল্লাহ আল আমান ওরফে আমান (৩৪), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আমিনুল হকের পুত্র মোঃ মামুন হোসেন মামুন (৩২) ও লোহাগাড়া উপজেলার জমিদার বাড়ির নছর উল্ল্যাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৭)।
ডিবির এডিসি হুমায়ুন কবির জানান, তারা ওই ফ্ল্যাট বাড়িতে বসে দীর্ঘদিন ধরে ইয়াবা উৎপাদন করে বাজারজাত করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামল মজুমদার মামুন হোসেন স্বীকার করে, স্থানীয় বাজার থেকে ইয়াবা তৈরীর বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে তারা। এরপর মেশিনের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট তৈরী করে অপর আসামী আব্দুল্লাহ আল আমানের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, এর আগে নগরীর চকবাজার এলাকায় ইয়াবার কারখানা আবিষ্কার করে পুলিশ। তবে এসব কারখানায় তৈরি ইয়াবা ট্যাবলেট ভেজাল বলে জানান পুলিশ কর্মকর্তারা।

 



 

Show all comments
  • উবায়েদুল্লাহ ২৮ ডিসেম্বর, ২০১৭, ২:১৯ এএম says : 0
    আসল হোতাদেরকে খুঁজে বের করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ