Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুহাম্মদ সা. এর রাষ্ট্রনীতি বাস্তবায়ন হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে -খেলাফত মজলিস আমীর

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান বলেছেন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই পারে এ জাতির ভাগ্য পরিবর্তন করতে। আজকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে দেশ অবক্ষয়ের জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে যতো অর্জনের কথা বলা হোক না কেনো সত্যিকার অর্থে দেশ অন্ধাকারের দিকে এগুচ্ছে। আজকে নি¤œবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে নিত্যপণ্যের দাম। আইন-শৃংখলার চরম অবনতি। গুম, খুন, ধর্ষণ, পারিবারিক কোলাহল, ছিনতাই, প্রতিটি সেক্টরে দুর্নীতি, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ বেড়েই চলছে। এসকল গøানি থেকে মুক্তি পেতে হলে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই। মুহাম্মদ সা. এর রাষ্ট্রনীতি বাস্তবায়ন হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর পবিত্র শহর জেরুজালেমকে ফিলিস্তানীর রাজধানী প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একটি প্লাটফরমে দাঁড়াতে হবে।
গতকাল বুধবার কুমিল্লা টাউনহলের কনফারেন্স রুমে বাংলাদেশ খেলাফত মজলিসের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সিরাতুন্নবী সা. সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর এসব কথা বলেন। সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নুর বলেন কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। আল্লাহর যমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংগঠন নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সংগঠনের কুমিল্লা জেলা সেক্রেটারি মাওলানা মুনীরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্রে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সোলাইমান, মহানগর সেক্রেটারি ইমাম হোসাইন, নজীর আহমেদ, কাজূ মুনায়ার, মাওলানা মুজাম্মেল হক, বাশারাত ভূইয়া, মুছাদ্দিকুর রহমান, ফয়সাল আহমদ, মাওলানা আলী আহমদ, মুফতি আবুল বাশার, সালাউদ্দিন, মাওলানা শাহজালাল প্রমুখ।



 

Show all comments
  • md anwar ali ২৮ ডিসেম্বর, ২০১৭, ৭:০১ এএম says : 0
    বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ আরও জোরদার হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ