Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আইএস সন্দেহে ১০৩ ভারতীয় আটক

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের ১৪টি রাজ্যে আইএস’র প্রতি সহানুভূতিশীল সন্দেহে অন্তত ১০৩ ব্যক্তিকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি (এনআইএ), কেন্দ্রীয় সন্ত্রাস দমন এজেন্সি ও বিভিন্ন রাজ্যের নিরাপত্তা বাহিনী। বিভিন্ন সরকারী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে আটক হয়েছে ১৭ জন। এছাড়া মহারাষ্ট্রে ১৬, তেলেঙ্গানায় ১৬, কেরালায় ১৪ এবং কর্নাটকে ৮ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হান্সরাজ গঙ্গারাম আহির সম্প্রতি রাজ্যসভার অধিবেশনে এ তথ্য জানান। এই কয়েকটি রাজ্যে আটককৃতদের সংখ্যা ১৪টি রাজ্যের মোট আটককৃত সংখ্যার ৬৯ শতাংশ। সংসদে আহির বলেন, আইএস-এ যোগ দিয়েছে, এ রকম ভারতীয়ের খবর রাষ্ট্রীয় ও প্রাদেশিক গোয়েন্দা সংস্থার কাছে তেমন নেই। তেলেঙ্গানায় এক লাখ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যা অনুপাতে আটকের সংখ্যা সবচেয়ে বেশি। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ