Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ সহযোগী আটক

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ সহচর এবং ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-দায়াকে আটক করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ আগে তাকে রামাল্লাহ থেকে আটক করা হয়। নির্বিচারে আটকের প্রতিবাদে দায়া এখন অনশন করছেন বলে দাবি করেছে তার পরিবার। গতকাল বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা খবরটি জানিয়েছে। পরিবারের সদস্য এবং স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা বিভাগের সদস্যরা কয়েক দিন আগে আল-দায়াকে গ্রেফতার করে। দায়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নীতিমালার সমালোচনা করেছেন। এইভাবে নির্বিচারে তাকে আটক করার প্রতিবাদে দায়া অনশন শুরু করেছেন বলে দাবি করেছে আল দায়ার পরিবার। মিডল ইস্ট মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ