Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে চিকিৎসকদের মনোরঞ্জনে মদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : তারা চিকিৎসক। তাই বলে কি তাদের একটু মনোরঞ্জনের দরকার নেই? অবশ্যই আছে। তবে সেই মনোরঞ্জনের উৎস যদি মদ আর রাশিয়ার বেলি ড্যান্সার হয়, তাহলে সবাই হয়তো ভ্রু কপালে তুলবেন। অথচ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মেরটে এমন ঘটনাই ঘটেছে। সম্প্রতি মেরটের লালা লাজপত রাই মেডিকেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সম্মেলন ছিল। সেই সম্মেলনেই ঘটে এই ঘটনা। পরে ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলে বিতর্ক শুরু হয়। ওই দিন দুপুর থেকেই শুরু হয় ওই অনুষ্ঠান। এরপর অনুষ্ঠানে এসে পৌঁছে মদবোঝাই অ্যাম্বুলেন্স। চিকিৎসকরা হাতে মদের গøাস নিয়ে উপভোগ করা শুরু করেন রুশ বেলি ড্যান্সারদের নাচ। অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিলেন মেডিকেল কলেজের ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীরা। ওই ব্যাচের সব শিক্ষার্থী বর্তমানে চিকিৎসক। এই ঘটনায় লালা লাজপত রাই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ বিনয় অগ্রবাল জানান, তিনি কলেজে এই ধরনের কোনো অনুষ্ঠানের কথা জানতেনই না। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ