Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনী চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল ঢাকা ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে তারা সরাসরি ৩-০ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। ফাইনালের আগে স্থান নির্ধারনী খেলায় নৌবাহিনী ৩-২ সেটে তিতাস ক্লাবকে হারিয়ে তৃতীয় হয়। সেনাবাহিনী ২০১৩ সালেও বিদ্যুৎকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। পরের বছর বিমানবাহিনীর কাছে শিরোপা হাতছাড়া হয় সেনাবাহিনীর। ২০১৫ সালে জাতীয় ‘এ’ ও ‘বি’ দলের খেলা হয়। অবশ্য গত বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। কাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দু’দলের হাতে ট্রফি তুলে দেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন এবং ভলিবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ