Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা ফুটবল শুরু

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো শুরু হয়েছে মহিলা ফুটবল প্রতিরেযাগিতা। গতকাল বিকালে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে পাঁচদিন ব্যাপী এ আসরের উদ্বোধন হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এম.পি। এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের কমিশনার এম বজলুল করিম চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। উদ্বোধনী দিনে কেরানীগঞ্জ (সবুজ) দল ১-০ গোলে নবাবগঞ্জকে (সবুজ), দ্বিতীয় ম্যাচে কেরানীগঞ্জ (লাল) ৭-০ গোলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (সবুজ), তৃতীয় খেলায় নবাবগঞ্জ (লাল) ১-০ গোলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (লাল) এবং নবানগঞ্জ (লাল) ১-০ গোলে হারায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (লাল) কে। টুর্নামেন্টে ঢাকা জেলার পাঁচটি উপজেলা ও উত্তর সিটি কর্পোরেশন সহ ১৪টি দল অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ