Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৯৯ রানে জীবন পাওয়া ওয়ার্নারের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

২৪৪ রানে ৩ উইকেট, ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি পেয়েছেন, পথে আছেন স্টিভ স্মিথ। মোটামুটি ঝুঁকি না নিয়েই দিনটা অস্ট্রেলিয়ার বলে ফেলা যায়। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ইংলিশ বোলাররা চেপেই ধরেছিলেন স্মিথদের।
বক্সিং ডে টেস্ট, মেলবোর্নে উৎসব উৎসব ভাব। ৮০ হাজার দর্শক এদিন ছিলেন গ্যালারিতে। ওয়ার্নারের তিন অঙ্কে তাই একটু বেশিই হাততালি পড়েছে। তবে সেই সুযোগ নাও পেতে পারতেন এমসিজির দর্শক, ৯৯ রানেই যে জীবন পেয়েছেন ওয়ার্নার! টপ এজ হয়ে ৯৯ রানে ওয়ার্নার ক্যাচ দিয়েছিলেন মিড অনে, কিন্তু টম কুরানের পা দাগের ভেতর ছিল না। কুরান উদযাপনও শুরু করে দিয়েছিলেন, ওয়ার্নার প্যাভিলিয়নে ফেরার পথে অনেকটুকু চলে এসেছিলেন। কিন্তু রিপ্লেতেই দেখা গেছে, বলটা নো ছিল। পরের বলেই সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার, কিন্তু কুরানের অভিষেক উইকেটটা আর পাওয়া হয়নি। ওই ক্যাচের জন্য অবশ্য খুব বেশি মূল্য দিতে হয়নি ওয়ার্নারকে, আউট হয়ে গেছেন ১০৩ রান করে। কিন্তু কুরানের আফসোসটা তো সহজে যাওয়ার নয়!
শুরুটা দারুণ করেছিলেন ব্যানক্রফট-ওয়ার্নার, প্রথম উইকেটে দুজন ১২২ রানও যোগ করে ফেলেছিলেন। এরপর ওকসের বলে ২৬ রানে ফিরে যান ব্যানক্রফট, সেঞ্চুরির পরেই অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বেয়ারস্টো। ১৬০ রানে উসমান খাজাকে ফিরিয়ে উইকেটখরা কাটিয়েছেন স্টুয়ার্ট ব্রড, অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে একটু ব্যাকফুটে।
কিন্তু স্টিভেন স্মিথ আর ইংলিশদের উদযাপনের সুযোগ দেননি। শন মার্শকে নিয়ে দিনের শেষ সেশন আর কোনো উইকেট দিয়ে আসা ছাড়াই পার করে দিয়েছেন। চতুর্থ উইকেটে দুজনের জুটি হয়ে গেছে ৮৪ রানের। ৬৫ রানে অপরাজিত আছেন স্মিথ, মার্শের হয়ে গেছে ৩১। এই দুজনকে দ্রæত আউট করার ওপর নির্ভর করছে, ইংল্যান্ড সান্ত¡নার টেস্টে শেষ হাসি হাসতে পারবে কি না।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৯ ওভারে ২৪৪/৩ (ব্যানক্রফট ২৬, ওয়ার্নার ১০৩, খাজা ১৭, স্মিথ ৬৫*, মার্শ ৩১*; অ্যান্ডারসন ১/৪৩, ব্রড ১/৪১, ওকস ১/৬০, মইন ১/৩৫, কুরান ০/৪৪, মালান ০/২০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ