Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার গার্ডিয়ানের বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুটাই দুজনের হয়েছিল রেকর্ডভাঙা জুটি দিয়ে। সেই পুরস্কারই পেলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। একদিন আগে হার্শা ভোগলের বর্ষসেরা একাদশে নাম লেখানো সাকিব এবার পেলেন গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট দলে জায়গা। তার সঙ্গী নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকও।
ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি দিয়ে স্বপ্নের মতো বছরের শুরুটা হয়েছিল সাকিবের। মিরপুর টেস্টে দশ উইকেটের সঙ্গে ফিফটিতে বলতে গেলে একাই বাংলাদেশকে এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয়। সব মিলে গত বছরে ৪৭.৫ গড়ে করেছেন ৬৬৫ রান, ৩৩.৩৭ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। মুশফিকের বছরের শুরুটাও ছিল ওয়েলিংটনের সেঞ্চুরি দিয়ে। এরপর ভারতের সঙ্গে হায়দরাবাদে বিরুদ্ধ কন্ডিশনে খেলেছেন আরেকটি দুর্দান্ত ইনিংস। সব মিলে গত বছর ৫৪.৭১ গড়ে করেছেন ৭৬৬ রান, ১২টি ক্যাচের সঙ্গে করেছেন দুইটি স্টাম্পিং।
গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), চেতেশ্বর পূজারা (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ