Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাহাড়তলী-ফরিদ একাডেমী ফাইনাল

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : এলিট পেইন্ট সিরাজ মহানগরী কিশোর ফুটবল লীগে পাহাড়তী একাদশ ক্রীড়াচক্র ও ফরিদ ফুটবল একাডেমী ফাইনালে উঠেছে। এ দু’টি দল আগামী ৩০ ডিসেম্বর ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলবে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাহাড়তলী একাদশ ৪-১ গোলে ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাবকে হারায়। খেলার শুরু থেকেই পাহাড়তলী একাদশ প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে ৬ মিনিটের মাথায় গোলের দেখা পায়। এ গোলটি করে রায়হান। এরপর ১৭ মিনিটে মেহেদী হাসান গোল করে ব্যবধান বাড়ায়। পরবর্তীতে দলের হয়ে আহসানুল করিম পিয়েল এবং আলী আকবর তুষার গোল করে। খেলার অন্তিম মুহূর্তে ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাবের সাইদুল গোল করে ব্যবধান কমায়। খেলা শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সাবেক জাতীয় দলের অধিনায়ক আশীষ ভদ্র। দ্বিতীয় সেমিফাইনালে ফরিদ ফুটবল একাডেমী ২-১ গোলে কালারপোল ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ ম্যাচটিতে ফরিদ ফুটবল একাডেমীর রবিউল হোসেন এ দু’টি গোল করে। কালারপোল ক্রীড়া সংস্থার রিফাত পরিশোধ করে একটি গোল। দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জাতীয় দলের সাবেক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সুনীল কৃষ্ণ দে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ