Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বরফ-ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কিছুদিন আগে হয়ে গেল টি-১০। ১০ ওভারের ধরো তক্তা মারো পেরেক টাইপ খেলা আরকি। টেস্ট ক্রিকেটটাও এখন চার দিনে করার তোড়জোড় চলছে। মরুর বুকে ক্রিকেট তো সেই কবে থেকেই হয়। এবার ক্রিকেট চলে গেল বরফঢাকা পাহাড়েও!
পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলে পরিচিত সুইজারল্যান্ড। যেখানে ফুটবলের চাষটাই বেশি। ফুটবলের বাইরে সবচেয়ে চলে আইস হকি। কিন্তু সেখানেও এবার পতাকা ওড়াতে চাইছে ২২ গজি উইকেটের খেলা। নামটাও বাহারি, আইস ক্রিকেট! ৮ ও ৯ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় সেন্ট মরিৎজ আইস ক্রিকেটে খেলবেন শহীদ আফ্রিদি, গ্রায়েম স্মিথ, বীরেন্দর শেবাগের মতো তারকারা!
সুইজারল্যান্ডে এই খেলায় থাকবে আরও কিছু বড় বড় নাম- মোহাম্মদ কাইফ, শোয়েব আখতার, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, জ্যাক ক্যালিস, মাইক হাসি, ড্যানিয়েল ভেট্টোরি, নাথান ম্যাককালাম, গ্র্যান্ট এলিয়ট, মন্টি প্যানেসার, ওয়াইজ শাহ।
আয়োজক ভিজে স্পোর্টস জানিয়েছে, এই ক্রিকেটের অনুমোদন দিয়েছে আইসিসি। বরফের দেশ, খেলার সময় মাইনাস ২০ ডিগ্রিও থাকতে পারে তাপমাত্রা। চারদিকে সাদা বরফের ছড়াছড়ি বলেই হয়তো লাল বলে হবে খেলা। আর উইকেট হবে ম্যাটের। বরফ উপযোগী পোশাক আর পাদুকাও থাকবে ক্রিকেটারদের পরনে।
দেখা যাক, বরফের দেশের ক্রিকেটটা আইসক্রিমের মতো সুস্বাদু হয় কি না!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ