নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এবার মাঠে গড়াচ্ছে ঢাকা জেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। যার উদ্বোধন হবে আজ। জাতীয় মহিলা দলে ফুটবলার সরবরাহ করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফাহমিদা খানম। এ সময় সহ-সভাপতি কামরুন নাহার ডানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফরহাদ জেসমিন লিটি উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে খেলছে ১৪টি দল। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আজ বিকাল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। সম্মেলনে কামরুন নাহার ডানা বলেন, ‘সম্প্রতি সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে আমাদের মেয়েরা চমকপ্রদ খেলা দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই সাফল্য ধরে রাখার ক্ষেত্রেও এই প্রতিযোগিতা সহায়ক ভূমিকা পালন করবে।’ লিটির কথা, ‘ক’দিন আগেই দু’লাখ টাকা ব্যয়ে আমরা গ্রামীন খেলাধূলা করেছি। এবার ফুটবলার সরবরাহের জন্য প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।