Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ডেইলি সোপ অন্তর্যাত্রা

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এর আগে সুবর্ণা মুস্তাফা ও জিতু আহসান একসঙ্গে ধারাবাহিক এবং একক নাটকে অভিনয় করেছিলেন। এবার তারা দুজন একসঙ্গে নতুন একটি ডেইলি সোপ-এ অভিনয় করছেন। নাম ‘অন্তর্যাত্রা’। সুবর্ণা মুস্তাফা ও জিতু আহসানের সঙ্গে এবারই প্রথম ডেইলি সোপ-এ অভিনয় করছেন গুণী অভিনেত্রী দিলারা জামানও। ডেইলি সোপটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মেধাবী নির্মাতা বদরুল আনাম সৌদ। গত মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরায় ‘নীলাঞ্জনা’তে ডেইলি সোপটির শুটিং শুরু হয়েছে। একুশে টিভিতে প্রচারের লক্ষ্যে ডেইলি সোপটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে ‘ধ্বনিচিত্র’ ও ‘মাইন্ডশেয়ার’। একটি পরিবারের গল্প নিয়েই মূলত ‘অন্তর্যাত্রা’ ডেইলি সোপের গল্প এগিয়ে যায়। ডেইলি সোপটিতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘প্রতিটি মানুষেরই আসলে দুই ধরনের যাত্রা থাকে। একটি জৈবিক এবং অন্যটি হচ্ছে নিজের ভেতরে পথ অতিক্রম করা যেমনÑ ভালোলাগা, মন্দলাগা, বলা না বলা কথা। মূলকথা নিজের ভেতরটা দেখার ব্যাপার। তো তারই সূত্রধরে ডেইলি সোপটিতে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক নিরূপণ করা হয়। মাত্র তো শুরু হলো কাজ, আশা করছি, যে অনুভূতিটা আমরা দর্শকের কাছে প্রকাশ করতে চাচ্ছি, তা শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছাবে। অন্যদিকে সৌদের কাজে সবসময়ই ভিন্নতা থাকে। সাধারণত শিল্পীরা এমন পরিচালকের নির্দেশনাতেই কাজ করতে চান যিনি শিল্পীদের কাছ থেকে অভিনয় বের করে নিয়ে আসতে পারেন।’ জিতু আহসান বলেন, ‘সুবর্ণা আপার সঙ্গে আমি সেই শিশুশিল্পী থেকেই অভিনয় করছি। বহু ধরনের চরিত্রে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তিনি এমনই একজন শিল্পী যার সঙ্গে অভিনয় করলে নিজের অভিনয় আরো সমৃদ্ধ হয়। একটি চরিত্র কীভাবে নিজের ভেতর নিয়ে তা অভিনয় করে যথাযথভাবে তুলে ধরতে হয় তা শেখার চেষ্টা করেছি সুবর্ণা আপার কাছ থেকে। তাই তার সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য আনন্দের। সৌদের স্টোরি টেলিং এবং নির্দেশনা দুটোই আমাকে সবসময় মুগ্ধ করে। আশা করছি নতুন কাজটি অনেক ভালো হবে।’ দিলারা জামান বলেন, ‘একযুগেরও বেশি সময় পর সৌদের নির্দেশনায় কাজ করছি। গল্প তো এক কথায় চমৎকার। আশা করছি দর্শকের জন্য সৌদ খুব ভালো গল্পের একটি ভালো ডেইলি সোপই নির্মাণ করতে যাচ্ছেন, যাতে এদেশের অনেক পরিবারেরই প্রতিচ্ছবি উঠে আসবে।’ সুবর্ণা মুস্তাফা ও জিতু আহসান সর্বশেষ গত কোরবানির ঈদে বদরুল আনাম সৌদেরই নির্দেশনায় ‘ডেথ অব এ ম্যান’ নাটকে অভিনয় করেছিলেন। এটি মাছরাঙায় প্রচার হয়েছিল। অন্যদিকে বদরুল আনাম সৌদের নির্দেশনায় ২০০৩ সালে দিলারা জামান সর্বশেষ একক নাটক ‘তর্কে বহুদূর’ নাটকে অভিনয় করেছিলেন। সুবর্ণা মুস্তাফার নির্দেশনায় জিতু প্রথম অভিনয় করেন ‘তাহার নামটি রঞ্জনা’ নাটকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন ডেইলি সোপ অন্তর্যাত্রা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ