Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি উ. কোরিয়ার

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার সিউলের একটি পত্রিকা একথা জানিয়েছে। বাইরের দেশের পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, পারমাণবিক ক্ষমতাধর এ রাষ্ট্রের মহাকাশ কর্মসূচি হচ্ছে অস্ত্র পরীক্ষার একটি কৌশল মাত্র। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া দেশটির বিরুদ্ধে স্যাটেলাইটসহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে কোনো ধরণের পরীক্ষা চালানোও ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দৈনিক জনগাং ইলবোর খবরে বলা হয়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে স¤প্রতি আমরা জানতে পেরেছি যে, উত্তর কোরিয়া নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ করেছে। তাদের এ স্যাটেলাইটের নাম কোয়াংমিয়ংসং-৫। এক্ষেত্রে তাদের পরিকল্পনা হচ্ছে ক্যামেরা ও টেলিকমিউনিকেশন ডিভাইস সম্বলিত একটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা। অপর এক খবরে বলা হয়, চলতি বছর জুড়েই ‘ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক’ ইস্যুতে আলোচনায় ছিল উত্তর কোরিয়া। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিতেও দেশটির ভূমিকা ছিল অনেক। তবে ২০১৮ সালে দেশটির কূটনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব ইউনিফিকেশন আগামী বছর উত্তর কোরিয়া সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বলেছে, দেশটি তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আলোচনার পথেরও সন্ধান করবে। পারমাণবিক শক্তিধর দেশের স্বীকৃতি পেতে যুক্তরাষ্ট্রের সাথেও দর কষাকষিতে যাবে। একই সময় উত্তর কোরিয়া আঞ্চলিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, তারা আসছে বছরের প্রথম দিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভাষণের উপর নজর রাখবেন। উত্তর কোরিয়া আগামী বছর থেকে তাদের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার প্রভাব অনুধাবন করবে বলেও বিবৃতিতে বলা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তাদের কোয়াংমিয়ংসং-৪ নামের স্যাটেলাইট উৎক্ষেপণ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র জানান, এতে এখন আশঙ্কার কোনো কারণ না থাকলেও সিউল স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রসহ উত্তর কোরিয়ার উস্কানিমূলক যেকোনো ধরণের কর্মকান্ড পর্যবেক্ষণ করছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ