Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ন্ত্রণ রেখায় ৩ পাক সেনা নিহত

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে এ ঘটনা সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, ‘বিনা উস্কানিতে’ গুলি চালিয়েছে ভারত। তবে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে। এর আগে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছিল। রাজৌরি সেক্টরে পাকিস্তানের গুলিতে নিহত হয়েছিল চার ভারতীয় সেনা। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ