মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সুদানের সাথে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ১২টি চুক্তি সই করেছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সফরকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয় গত রোব ও সোমবার। ২০১১ সালে দেশের দক্ষিণাংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তিন-চতুর্থাংশ তেল উৎপাদন কমে গেছে সুদানে। এই পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টারত দেশটিতে বিনিয়োগ জোরদার করেছে তুরস্ক। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আফ্রিকার তিন দেশ সফরের শুরুতে রবিবার খার্তুমে পৌঁছান এবং সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের সাথে বৈঠক করেন। দেশটিতে তার দুই দিনের সফরকালে খার্তুমের সাথে আঙ্কারার ১২টি চুক্তি স্বাক্ষর হয়। এগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা ছাড়াও একটি কৌশলগত সহযোগিতা পরিষদ গঠনের বিষয়ও রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এরদোগান। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।