Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাড়ি রাখায় ক্যাম্প ছাড়ার নির্দেশ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে দাড়ি রাখার কারণে একটি সরকারি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রকে ক্যাম্প ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে দেশটির ন্যাশনাল ক্যাডেট কর্পোরেশন (এনসিসি)। এ ঘটনা ঘটেছে দিল্লির রোহিনীতে অবস্থিত এনসিসি সদর দফতরে। অভিযুক্ত ১০ ছাত্র নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া নামে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছয় দিনের এক ক্যাম্পে যোগ দিতে ওই ছাত্ররা এনসিসির সদর দফতরে গিয়েছিলেন। ক্যাম্পের ষষ্ঠ দিনে ব্যাটালিয়নের হাবিলদার মেজর থেকে ক্যাম্প ছাড়ার নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন ছাত্ররা। এ ব্যাপারে এনসিসি’র বক্তব্য, নিয়মানুযায়ী ক্যাম্পে এসে দাড়ি রাখা বেআইনি। এ ব্যাপারে দিল্লি হাইকোর্টের রায় রয়েছে বলে জানায় এনসিসির কর্তৃপক্ষ। এ আদেশের বিপরীতে ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন জানিয়ে একটি আবেদনপত্র লিখেছেন ছাত্ররা। একদিন তারা ভারতীয় সেনায় যোগদান করবে, এমন প্রত্যাশা জানিয়ে বিষয়টি বিবেচনা করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তারা। ছাত্রদের বক্তব্য, এ দাড়ি নিয়ে দুই বছরের বেশি সময় ধরে এনসিসি করছি। কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। এনসিসিতে দাড়ি রাখা বেআইনি বলে কোনো নিয়ম নেই বলে তারা দাবি করেন। উল্লখ্য, ভারতে মুসলমান এনসিসি ক্যাডারদের দাড়ি রাখা নিয়ে বিপাকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ