Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়দিনে কুকুরদের বিরিয়ানি ভোজ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বড়দিনের ছুটি একটু ধুমধাম করেই করা হলো। ব্যানারে লিখে দেয়া হলো ‘আজ আমাদের পিকনিক’। ১৫০ কেজি চাল আর ৫০ কেজি পনির দিয়ে রান্না হলো বিরিয়ানি। সেই বিরিয়ানি কিন্তু দেয়া হলো রাস্তায় ঘুরে ঘুরে বেওয়ারিশ কুকুরদের! ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে বড়দিন উপলক্ষে গত সোমবার ওই ভিন্ন ধর্মী আয়োজন করা হয়। সেখানকার পশুপতি অ্যানিমেল লাভার্স সোসাইটি নামে একটি পশুপ্রেমী সংগঠন বিরিয়ানি রান্না করে শহরের বেওয়ারিশ কুকুরগুলোকে খাওয়ায়। পাঁচটি ভ্যানে বিশাল বিশাল পাত্রে বিরিয়ানি তোলা হয়। এরপর রাস্তায় ঘুরে ঘুরে কুকুরদের খুঁজে বের করা হয়। ছোট ছোট পাত্রে দেওয়া হয় বিরিয়ানি। এভাবে এক হাজারেরও বেশি কুকুরকে খাওয়ানো হয়। তবে পথচারীদের চোখ আটকে গেছে ব্যানারে ‘আজ আমাদের পিকনিক’ লেখা দেখে। সকাল থেকে শুরু হয় এই কুকুর খাওয়ানো। তবে বিকেলের মধ্যেই বিরিয়ানি শেষ হয়ে যায়। ফের ২০ কেজি চাল ও ১০ কেজি পনির দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। এরপর বিতরণ চলে সন্ধ্যা পর্যন্ত। অ্যানিমেল লাভার্স সোসাইটি অন্যতম কর্ণধার অর্পিতা চৌধুরী বলেন, আমরা একটু অন্যভাবে বড়দিন সেলিব্রেট করলাম। আমরা রাস্তার কুকুরদের সঙ্গেই পিকনিক করে ফেললাম বলতে পারেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ