মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে অবস্থানরত ‘এক্সপেডিশন-৫৪’ প্রোজেক্টের নভোচারীরা বড়দিন পালন করেছেন। নাসা জানিয়েছে, সেই উৎসবের রেশ ধরে সেখানে সিনেমা দেখেছেন তারা। স্পেস স্টেশনের কেবিনে গা এলিয়ে, বাঞ্জি কর্ড চেয়ারে বসে পানীয়তে চুমুক দিতে দিতে, কেউ আবার শূন্যে ভেসে ভেসে বুঁদ হয়েছিলেন প্রোজেক্টরের পর্দায়। সেখানে অবস্থানরত বিজ্ঞানী মার্ক টি ভ্যান্ডে হেইয়ের পোস্ট করা টুইটে এমনটিই দেখল পৃথিবীবাসী। তিনি টুইটে লিখেছেন- ‘স্পেস স্টেশন মুভি নাইট। কল্পবিজ্ঞানের ছবি, পানীয়ের ব্যাগ ও বাঞ্জি কর্ড চেয়ার! এ অনুভূতির কোনো তুলনা হয় না।’ গত ১৩ ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত মহাকাশ নিয়ে নির্মিত ছবি ‘স্টার ওয়ারস : দ্য লাস্ট জেডাই’ দেখেছেন তারা। বড়দিন উপলক্ষে পৃথিবী থেকে ৪০৮ কিলোমিটার দূরে সেকেন্ডে ৮ কিলোমিটার গতিতে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহটির বাসিন্দারা কেক কেটে, ক্রিসমাস ট্রি বানিয়ে, সান্তাক্লজ সেজে উৎসবে মেতেছিলেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।