বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তিন কন্সটেবলকে প্রত্যাহার করা হয়েছে। কর্তব্য অবহেলার অভিযোগে এদেরকে গতকাল বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন কন্সটেবল রবিউল করিম, এনামুল হক এবং গনেশ চন্দ্র।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, গত বুধবার রাতে উল্লিখিত ৩ কনস্টেবল উল্টাডাব গ্রাম থেকে ভুট্টো মিয়া নামের এক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করে। পরে তাকে অটোরিকশায় শাহজাদপুর থানায় নিয়ে আসার সময় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রানীখোলা নামক স্থানে পৌঁছলে আসামি ভুট্টো মিয়া হাতকড়া অবস্থায় গাড়ি থেকে পালিয়ে যায়।
এ কারণে কন্সটেবল রবিউল করিম, এনামুল হক, এবং গনেশ চন্দ্রকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়িত্ব অবহেলার কারণে তিন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।