Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈদে মুক্তি পেতে পারে সোনাবন্ধু

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনাধীন সিনেমা সোনাবন্ধুর নির্মাণ কাজ শেষের পথে। ইতোমধ্যে এর ৯০ ভাগ শূটিং শেষ হয়েছে। গ্রামীণ প্রেক্ষাপটে এক অসাধারণ কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। তার সাথে নায়িকা হিসেবে রয়েছেন বড় পর্দার দুই নায়িকা পপি ও পরীমণি। অন্যান্য চরিত্রে  অভিনয় করছেন আনোয়রা, ঝুনা চৌধুরী, বরদা মিঠু প্রমুখ। শুভ টেলিফিল্ম এর ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির কাহিনী লিখেছেন মাহবুবা শাহ্রীন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মমর রুবেল। চিত্রগ্রহণে সোহেল তালুকদার। সিনেমাটি নিয়ে ডিএ তায়েব বলেন, আশা করছি, অনেক দিন পর দর্শক একটি সুন্দর সিনেমা দেখতে পাবেন। এ পর্যন্ত সিনেমাটির যে কাজ হয়েছে, তাতে আমি সন্তুষ্ট। একটি ভাল সিনেমা হওয়ার জন্য গল্প থেকে শুরু করে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে যে ধরনের টিমওয়ার্ক প্রয়োজন তার যথাযথ প্রতিফলন হয়েছে সিনেমাটিতে। আমি মনে করি, গতানুগতিক সিনেমার বাইরে সোনাবন্ধু একটি অন্যরকম উপভোগ্য সিনেমা হবে। এটুকু বলতে পারি, দর্শক নিরাশ হবেন না। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এটি ভাল লাগবে। এক কথায় সোনাবন্ধু গানের ছবি প্রাণের ছবি হয়ে দর্শকের কাছে হাজির হবে। বারী সিদ্দিকী, মমতাজ, সালমা, সামিয়ার মতো গুণী শিল্পীরা গান করেছেন এ সিনেমায়। জানা যায়, সোনাবন্ধু ঈদে মুক্তি দেয়া হতে পারে। এ লক্ষ্যে এর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে মুক্তি পেতে পারে সোনাবন্ধু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ