Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহমুদউল্লাহরও নেই কোচ ভাবনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের আগে যে বাংলাদেশ কোচ পাচ্ছে না তা এক প্রকার নিশ্চিতই বলা যায়। তবে এই সিরিজের আগে কোচের প্রয়োজন দেখেন না বলে জানিয়েছিলেন বাংরাদেশের তিন ফরম্যাটের ৩ অধিনায়ক। এবার তাদের কণ্ঠে কণ্ঠ মেলালেন ফিনিশার খ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন এই টি-২০ সহ-অধিনায়কের মতে হেড কোচ না থাকলেও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, সহকারি কোচ রিচার্ড হ্যালসেল, স্পিন কোচ সুনিল যোশি এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের তত্ত¡াবধানে ভালোই করবে বাংলাদেশ। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে রিয়াদ বলেন, ‘সুজন ভাই (খালেদ মেহমুদ সুজন), রিচাড (রিচার্ড হ্যালসেল), ওয়ালশ (কোর্টনি ওয়ালশ) আছে। সবাই একটি ইউনিট হিসেবে ভাল টিম ম্যানেজম্যান্টই আমাদের আছে। আর প্লেয়াররা কম-বেশি। তারপরও নতুন শুরু, ভালো শুরুটা করা গুরুত্বপূন।’
ত্রিদেশীয় সিরিজ শেষে জানুয়ারির শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই সিরিজে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে মাঠে নামবেন মাহমুদউল্লাহ। সেই প্রসঙ্গে রিয়াদ জানিয়েছেন নিজের তরফ থেকে সাধ্যমত চেষ্টা করবেন দলকে এগিয়ে নিয়ে যেতে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে যা করনীয় সবই করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চেষ্টা করবো আমার তরফ থেকে পুরোপুরি যেন ওই দায়িত্বটা পালন করতে পারি। এছাড়া ক্যাপ্টেনকে সহযোগিতা করা। সিনিয়র প্লেয়ার হিসেবে যে ভূমিকা রাখা দরকার, সবার সাথে মিলেই আমরা ওভাবে চেষ্টা করবো দায়িত্বটা ভালোভাবে যেন পালন করা যায়।’
লঙ্কানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা থাকবে বলেও জানান রিয়াদ। তাঁর মতে খুব ভালো একটা সিরিজই পার করতে সক্ষম হবে টাইগাররা। কারণ হোম কন্ডিশনে বাংলাদেশ যে কিরূপ দল সেটি ইতিমধ্যেই জেনে গেছে বিশ্বের সকল দেশ। রিয়াদ বলছিলেন, ‘আমি মনে করি এই সিরিজটার প্রতি তাদের আলাদা নজর থাকবে। আমরাও খুব একটা ছন্দে আছি। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে এবং দেশের মাটিতে খেলা হওয়ায় আমরা অনেক আত্মবিশ্বাসী। কন্ডিশন কাজে লাগিয়ে যেন সেরাটা বের করতে পারি বা পেতে পারি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ