Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরীদের কীর্তিতে গর্বিত মাশরাফিরা

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাঘিনীদের দোর্দÐ প্রতাপ ছিটকে দিয়েছে বাকি সব দলকে। টুর্নামেন্টের চার ম্যাচের সবগুলোতেই জেতা কিশোরী ফুটবলাররা প্রতিপক্ষের জালে দিয়েছে ১৩ গোল, খায়নি একটিও। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুস্তফা কামাল স্টেডিয়ামের ফাইনালে শামসুন্নাহারের একমাত্র গোলে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের নতুন পরিচয় লেখার এই স্বর্ণালি মুহূর্তে মারিয়াদের জয়ের পরই দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে অন্য অঙ্গনের তারকারাও ভাসিয়েছেন উচ্ছ¡াসে। বাঘিনীদের অভিনন্দন জানাচ্ছেন টাইগাররা। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা মাশরাফি ও সাকিব নিজেদের ফেসবুক পেজে অভিনন্দিত করেছেন মারিয়া-আঁখিদের। কিশোরীদের কীর্তি ছুঁয়েছে সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের হৃদয়ও।
মারিয়া মান্ডা, শামসুন্নাহারদের উঠে আসার সংগ্রামের গল্প স্পর্শ করেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে। লড়াকু মাশরাফির কাছে জীবনের এমন গল্প আলাদা মাত্রা পায় বরাবরই। ‘নড়াইল এক্সপ্রেস’ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’ এরপর ইংরেজিতে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রিকেটের অঘোষিত চ্যাম্পিয়ন।
বাদ থাকেননি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও। তাঁর অফিশিয়াল পেজের পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’
মেয়েদের এই উচ্ছ¡াসে সামিল হয়ে বিদায়ী টেস্ট অধিনায়ক মুশফিক নিজের ফেসবুক পেজে ছোট্ট তিন শব্দে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দারুন কীর্তি। গর্বিত।’
তিন তারকা ক্রিকেটারই পোস্টে চ্যাম্পিয়ন হবার পর লাল-সবুজের পতাকা হাতে কিশোরীদের উল্লাসের ছবি সংযুক্ত করেছেন। ক্রিকেটের চ্যাম্পিয়নদের আশীর্বাদে বদলে যাক মেয়েদের ফুটবল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ