Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালে আগ্রহী নেইমার!

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেশ কদিন ধরেই ইউরোপের ফুটবল পাড়ার গুঞ্জনÑ ফ্রেঞ্চ লিগ ওয়ান ছেড়ে আবারো স্প্যাানিশ লিগে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে দলটি বার্সেলোনা নয়, রিয়াল মাদ্রিদ। বর্তমান ক্লাব পিএসজিতে বিভিন্ন বিষয়ে মনমালিন্য এবং রিয়ালের দিক দিয়ে বিভিন্ন সময়ের উড়ো কথাবার্তাÑ এই দুইয়ে মিলে নেইমারকে রিয়ালেই দেখছেন নামজাদা অনেক খেলাধুলা বিষয়ক পত্রিকা।
এবার নাকি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন স্বয়ং নেইমার নিজে। স্প্যানিশ জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দিয়ারিও গোল’ এমন খবরই প্রকাশ করেছে। নেইমারের বাবার উদ্বৃতি নিয়ে তারা উল্লেখ করেছেÑ নেইমারের বিষয় কথা বলতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজের সাথে কথা বলেছেন তার বাবা।
গত মৌসুমেই বার্সেলোনা ছেড়ে রেকর্ড ১৯৮ মিলিয়ন পাউন্ডে পিএসজি’তে যোগ দেন নেইমার। কিন্তু প্যারিসে মাঠের বাইরের সময়টা ভালো কাটছে না তার। এছাড়া সতীর্থদের সাথে ঝামেলার পাশাপাশি কোচের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে একমত হতে পারছেন না নেইমার। যদিও মাঠের পারফর্মন্সে এর প্রকাশ অনুপস্থিত। পিএসজির হয়ে ১৪ ম্যাচ থেলে ইতোমধ্যে করা ১১ গোল তো তারই প্রমাণ।
দলের ভেতর ও বাইরের সবকিছু নিয়ে নাকি বাবার সাথে খোলামেলা কথা বলেছেন নেইমার। সে কারণেই রিয়ালের প্রেসিডেন্টের সাথে নেইমারের বিষয়ে ইতোমধ্যে কথা বলেছেন তার বাবা। দ্বিপাক্ষিক আলোচনা শেষে ইতোমধ্যে গুঞ্জনও উঠেছে, রিয়াল নেইমারকে নিতে আগ্রহী। এজন্য ২২২ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি রিয়াল। তবে খুব শিগগিরই রিয়ালে যাচ্ছেন না নেইমার। সেটা হতে পারে ২০১৯-২০ মৌসুম।
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ দল বার্সেলোনায় যোগ দেন ২৫ বছর বয়সী নেইমার। সান্তোসে ১০২ ম্যাচে ৫৪ গোল করা নেইমার বার্সার হয়ে ১২৩ ম্যাচে করেন ৬৮ গোল। জাতীয় দলের হয়ে ৮৩ ম্যাচে করেছেন ৫৩ গোল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ