Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার প্রাথমিক দল

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দু’দিন আগেই আগামী মাসে বাংলাদেশে হতে যাওয়া তিন জাতি সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই একই সিরিজের জন্য গতকাল ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই প্রাথমিক দল নিয়েই ২৮ ডিসেম্বর থেকে কাজ শুরু করবেন সদ্য নিযুক্ত কোচ চন্ডিকা হাতুরুসিংহে। এসএলসির’র এক বিবৃতিতে ২৩ সদস্যের স্কোয়াডসহ নব্য নিযুক্ত কোচের প্রথম এসাইনমেন্টটাও নিশ্চিত করে। বাংলাদেশ সফরে তিন জাতির সিরিজকেই সামনে রেখে লঙ্কানদের সহযোগী কোচ নিক পটাশকে নিয়ে প্রাথমিক দল গোছানোর কাজে নিমিত্ত হবে লঙ্কান প্রধান কোচ হাতুরুসিংহে।
তবে ২৩ সদস্যের অনেক ক্রিকেটার এখনো ভারত সফরে থাকায় অনুশীলন শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। কিন্তু তালিকায় থাকা এই ২৩ ক্রিকেটারকে চলমান লঙ্কান ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য অনুরোধ করেছে লঙ্কান হেড কোচ। এসএলসির’র এক বিবৃতিতে এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা জানান, ‘তালিকায় থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য অনুরোধ করেছে প্রধান কোচ। আর আমরা তার কথা অনুযায়ী সেটাই বহাল রেখেছি’।
লঙ্কানদের ২৩ সদস্যের প্রাথমিক দল : থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলক,কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল পেরেরা, অসিলা গুণরাতœ, নিরোশান ডিকওয়েলা, সাদিরা সামবিক্রমা, নুয়ান প্রদীপ, দাসুন শানাকা, লাহিরু গামাগে, বিশ্ব ফার্নান্দো, দুষ্মন্ত সামিরা, শিহান মধুশঙ্কা, লাহিরু কুমারা, আকিলা দানঞ্জয়া, জেফারি ভাÐারসি, আমিলা আপনসো, লক্ষন সন্দাকান, চাতুরঙ্গ ডি সিলভা।

 



 

Show all comments
  • নাজমুল ২৬ ডিসেম্বর, ২০১৭, ৮:২৫ এএম says : 0
    Bangladesh is a beautyfull country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ