নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টি-টুয়েন্টি ফর্ম্যাটের ক্রিকেটে আইসিসির অল-রাউন্ডার তালিকায় শীর্ষে থেকেই বছর শেষ করছেন সাকিব আল হাসান। তবে ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন যথাক্রমে অস্ট্রেলিয়ান মারকুটে ওপেনার অ্যারন ফিঞ্চ ও পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শেষে নতুন এই র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ইভিন লুইস। তাকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিলেন ফিঞ্চ। তার রেটিং এখন ৭৮৪। ৪ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস। ব্যক্তিগত কারনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ না নেয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেমে গেছেন তৃতীয়স্থানে। লুইসের সাথে কোহলির রেটিং ব্যবধান ৪।
বোলারদের তালিকায় শীর্ষস্থান হারান ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দু’ম্যাচে উইকেটশুন্য ছিলেন তিনি। যে কারণে তৃতীয় ম্যাচে দলে সুযোগই হয়নি তার। ভারতের ডান-হাতি পেসার উইকেট না পাওয়ায় কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেও শীর্ষে উঠে এসেছেন ইমাদ। তিনে নেমে গেছেন বুমরাহ। দ্বিতীয়স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। ুএই তালিকায় সপ্তম ও নবমস্থানে যথাক্রমে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষস্থানে পরিবর্তন হলেও অলরাউন্ডারদের শীর্ষস্থানে কোন পরিবর্তন আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।