Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলফ খেলে আর টুইট করে বড়দিন উদযাপন ট্রাম্পের

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্সিয়াল ও ব্যক্তিগত ঐতিহ্যের মিশেলে বড়দিনের আগের দিনটি উদযাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। সেনাদের শুভেচ্ছা জানিয়ে, গলফ খেলে ও টুইট করে দিনটি অতিবাহিত করেন তিনি। অন্য সকালগুলোর মতো এই দিনটিও তার শুরু হয় সিরিজ টুইট দিয়ে। এ দফায় তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ‘ফেক নিউজ’, ‘ভুয়া জরিপ’ এবং এফবিআই-এর একজন উপ-পরিচালক।
কুয়েত, কাতার ও গুয়ান্তানামো বে-তে দায়িত্ব পালনকারী মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা জানান ট্রাম্প। এ সময় তার মধ্যে উৎসবের ছাপ ছিল স্পষ্ট।
ফ্লোরিডায় নিজের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো থেকে ভিডিও কনফারেন্সে সেনাদের কাছে মার্কিন প্রেসিডেন্টের বার্তা পৌঁছান ট্রাম্প। এ সময় তিনি সেনাদের এবং তাদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের তিনি ‘দুনিয়ার শ্রেষ্ট সন্তান’ হিসেবে আখ্যায়িত করেন।
২০১৭ সালের আঘাত হানা হারিকেন মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ইউএসএস স্যাম্পসন ও কোস্ট গার্ডের নাবিকদের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস ও পুয়ের্তো রিকো’র কথা উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আপনার চমৎকার কাজ করছেন। কোস্ট গার্ড হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। চার্টের দিকে তাকানোর পর আমার কাছে এটি প্রায় অবিশ্বাস্য মনে হয়েছে। আমি দেখেছি আপনারা বহু মানুষের জীবন বাঁচিয়েছেন।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাই আপনাদের বড়দিন খুব আনন্দদায়ক হোক। আমরা বলতে পারি শুভ বড়দিন, আবারও খুব গর্ব করে বলতে পারি। শুভ বড়দিন।’
পরে সেনাসদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এতে সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার ছিল না। এছাড়া ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ফ্লোরিডার পাম বিচের একটি গির্জায় বড়দিনের আয়োজনে অংশ নেন ট্রাম্প।
বড়দিনের ছুটি শুরু হওয়ার আগে গত শুক্রবার বহুল আলোচিত ট্যাক্স বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। তার স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এর কিছু সময় পরই শুরু হয় বড়দিনের ছুটি। হোয়াইট হাউস ছেড়ে সস্ত্রীক ব্যক্তিগত রিসোর্টে ছুটে যান ট্রাম্প। সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ