Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে শর্ত দিলো মিসর

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি তুরস্কের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার জন্য শর্ত আরোপ করেছেন। তিনি বলেছেন, কায়রোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হলে আঙ্কারাকে মিসরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। শুকরি বলেন, “মিসর ও তুরস্কের সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি; যদিও বারবার দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা প্রশমনের আহŸান জানাচ্ছে তুরস্ক।”সামেহ শুকরি বলেন, তুরস্ক মিসরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করলেই দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে এবং সে সম্পর্ক থেকে দু’দেশই লাভবান হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স¤প্রতি কায়রো সফরকালে মিসর ও তুরস্কের সম্পর্ক উন্নয়নের জন্য মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন বলে যে খবর বেরিয়েছিল সামেহ শুকরি তা নাকচ করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১১ ডিসেম্বর সিরিয়া সফর শেষে কায়রো সফরে যান। ওই সফরে তিনি মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট পুতিন কায়রো থেকে আঙ্কারা যান এবং সেখানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করেন।
পুতিনের এ সফরের পর গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে এই জল্পনা তৈরি হয় যে, তিনি মিসর ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করার জন্য এ সফর করেছেন।
২০১৩ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দি হওয়ার পর থেকে তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্কে শীতলতা নেমে আসে। সূত্র : আইআরআইবি।



 

Show all comments
  • আবির ২৬ ডিসেম্বর, ২০১৭, ৪:১৪ এএম says : 0
    মুসলীম বিশ্বকে এক হতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ