Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়দিনে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সতর্ক অবস্থানে উত্তর প্রদেশের পুলিশ
ইনকিলাব ডেস্ক : বড়দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেওয়া হিন্দু জাগরণ মঞ্চের হুমকি মোকাবিলায় উত্তর প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। আলিগড় স্কুলে বড়দিন পালন নিয়ে হুমকি দিয়েছিলো আরএসএস সমর্থিত গ্রুপটি। গত সপ্তাহে হিন্দু জাগরণ মঞ্চ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে, আলিগড় স্কুল যদি বড়দিন উদযাপন করে তবে সেটার দায়ভার তাদের নিজেদেরই নিতে হবে। তাদের দাবি, বড়দিনের উৎসব পালন আসলে হিন্দু শিক্ষার্থীদের জোর করে ধর্মান্তকরণের একটি ধাপ মাত্র, ফলে তা বন্ধ রাখতে হবে। আলিগড়ের অনেক স্কুলই এই হুমকি চিঠি পাওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই কঠোর অবস্থানে যায় পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজি আনন্দ কুমার বলেন, ‘সব জেলা পুলিশ প্রধানকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়দিনের উৎসব যেন নির্বিঘ্নে হতে পারে সেই বিষয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, কোনোরকম সহিংসতা কেউ চালাতে চাইলে কঠোর আইনী পদক্ষেপ নিতে বলা হয়েছে তাদের।
আলিগড়ের এসএসপি রাজেশ পান্ডে বলেন, জেলা কর্তৃপক্ষ যেকোনো ধরনের অবরোধ মোকাবিলা করবে। তিনি বলেন, ‘প্রত্যেক স্কুল প্রশাসনকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। তারা বড়দিন পালন করতে পারে এবং কাউকেই আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না।’ সূত্র : আউটলুক ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ