মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন সেনাদের উদ্দেশে নৌ জেনারেল
ইনকিলাব ডেস্ক : মার্কিন সেনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহŸান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল রবার্ট নেলার। বৃহস্পতিবার নরওয়েতে অবস্থান করা মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধ আসন্ন। সবাইকে সতর্ক থাকতে হবে।’
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অসলো থেকে ৩০০ মাইল উত্তরে ত্রন্দহেইমে মেরিন সেনাদের ক্যাম্প পরিদর্শনে যান নেলার। সেখানে ঠাÐা আবহাওয়ায় যুদ্ধ প্রশিক্ষণ নিতে ৩০০ সেনা অবস্থান করছেন। সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেলার বলেন, ‘আমি চাই আমার ধারণা ভুল হোক, তবে একটি যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। নিজেদের উপস্থিতির মধ্য দিয়ে আপনারা এখানে লড়াই করছেন, এটি একটি অনানুষ্ঠানিক লড়াই, একটি রাজনৈতিক যুদ্ধ।’
একইরকম কথা বলেছেন মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট মেজর রোনাল্ড গ্রিন। তিনি বলেন, ‘খেয়াল রাখবেন, আপনারা কেন এখানে এসেছেন। তারা (বিরোধী পক্ষের সেনারা) আপনাদেরকে নজরে রাখছে। যেমনটি আমরা তাদের ওপর রাখছি। বর্তমানে আপনারা ৩০০ সেনা এখানে অবস্থান করছেন। প্রয়োজন হলে রাতারাতি এই সংখ্যা বাড়িয়ে ৩০০০ করা যাবে।’
নেলারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এরিক ডেন্ট দাবি করেন, নেলারের বক্তব্য শুধুমাত্র অনুপ্রাণিত করার উদ্দেশ্যে ছিল। জেনারেল সৈন্যদেরকে এটাও জানিয়েছেন, রাশিয়া, চীন, ইরান বা উত্তর কোরিয়া যে চারটি দেশের কথা তিনি উল্লেখ করছেন তাদের কেউই যুদ্ধে যেতে চায়নি।
তবে স¤প্রতি যুক্তরাষ্ট্র প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলে চীন ও রাশিয়াকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলা হয়েছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগ শিবিরে অবস্থানরত সেনাদের সতর্ক করে বলেছেন, কোরীয় উপদ্বীপ অঞ্চলে ‘ঝড়ো মেঘ’ ঘনীভূত হচ্ছে।’
মিলিটারি ডট কমের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাদের নরওয়েতে অবস্থান করতে দেবার সিদ্ধান্ত নেওয়ায় দেশটির সঙ্গে ক্রেমলিনের সম্পর্কের অবনতি হতে পারে বলে অসলোকে সতর্ক করেছে রাশিয়া। তবে নরওয়ের দাবি, ন্যাটোর সঙ্গে বন্ধন সুদৃঢ় করতেই যুক্তরাষ্ট্রের সেনাদের সে দেশে অবস্থান করতে দেওয়া হচ্ছে। এর ফলে তারা শীতার্ত আবহাওয়ায় কিভাবে সামরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।