Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কবলে দুই ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৪ ডিসেম্বর সকালে ফ্লোরিডার মধ্যাঞ্চলের মিউনিসিপাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের সময়ই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। অন্যজন তাদের স্বজন। নিহতরা হচ্ছেন দুর্ঘটনার শিকার বিমানটির পাইলট জন শ্যানন (৭০), তার কন্যা অলিভিয়া শ্যানন (২৪) ও ভিক্টোরিয়া শ্যানন (২৬), ভিক্টোরিয়ার স্বামী পিটার ওর্থিংটন (২৭) এবং তাদের পারিবারিক বন্ধু ক্রিস্টা ক্লাইটন (৩২)। এক সংবাদ সম্মেলনে এ দুর্ঘটনা নিয়ে কথা বলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্র্যাডি জুড। তিনি বলেন, তীব্র কুয়াশার কারণে উড্ডয়নের সময় বিমানটি আছড়ে পড়ে। ওই সময় বিমানবন্দরের সর্বত্র ব্যাপক কুয়াশা ছিল। ওই অবস্থার মধ্যেই বিমানটি উড্ডয়নের চেষ্টা করলে দুর্ঘটনার কবলে পড়ে। অথচ ওই সময়ে উড্ডয়ন করাই উচিত হয়নি। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ