Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেমে দূতাবাস সরানোর পদক্ষেপ নিচ্ছে গুয়েতেমালা

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস রোববার বলেছেন, তারা ইসরাইলে তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পদক্ষেপ নিতে যাচ্ছে। এক্ষেত্রে তিনি হলেন প্রথম নেতা যিনি এ পবিত্র নগরীর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থান পরিবর্তনের প্রতি সমর্থন জানালেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর মোরালেস তার ফেসবুক পাতায় গুয়েতেমালার জনগণের উদ্দেশে লেখেন, গুয়েতেমালার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে ফিরিয়ে নেয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম। বর্তমানে তাদের দূতাবাসটি তেল আবিবে অবস্থিত। মোরালেস লিখেছেন, ‘এ কারণে আমি আপনাদের অবহিত করছি যে, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।’ ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ট্রাম্পের সিদ্ধান্ত জাতিসংঘের দুই-তৃতীয়াঙ্ক সদস্য দেশ প্রত্যাখ্যান করার তিনদিন পর গুয়েতেমালার নেতা ক্রিসমাস ডে উপলক্ষে এ ঘোষণা দিলেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ