মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছে। জিহাদি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। কর্মীরা তাদের অফিসে পৌঁছালে হামলাকারী পায়ে হেঁটে এ হামলা চালায়। কাবুলে ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিদের হামলার এক সপ্তাহ পর সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, হামলাকারী একটি গাড়ির কাছে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ছয় বেসামরিক লোক নিহত হয়। তিনি বলেন, ‘এই হামলায় ছয়জন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।’ স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, এই ঘটনায় একজন আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বলেন, এনডিএস কম্পাউন্ডের বাইরে প্রধান প্রবেশপথের কাছে এ হামলা চালানো হয়। আইএস-এর মুখপাত্র আমাকের বরাত দিয়ে জিহাদি সংগঠনটি জানিয়েছে, ‘কাবুলে ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি’র একটি ঘাঁটিতে শহীদ হওয়ার লক্ষ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে।’ সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।