মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিনস্কি দেশটির সাবেক নেতা আলবার্তো ফুজিমুরিকে রোববার ক্ষমা করে দিয়েছেন। তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে ক্ষমা করে দেয়া হয়েছে। তিনি ২৫ বছরের সাজা ভোগ করছিলেন। প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট কুজিনস্কি আলবার্তো ফুজিমুরির অনারোগ্য অসুখের কথা উল্লেখ করে মানবিক দিক বিবেচনায় তাকে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নেন। ৭৯ বছর বয়সী ফুজিমুরির রক্তচাপ কমে যাওয়ায় শনিবার তাকে সেল থেকে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, ক্ষমতায় থাকার সময় ফুজিমুরির নির্দেশে সৈন্যরা রাজধানী লিমার পার্শ্ববর্তী ব্যারিওস অলতোস ও ক্যানতুতায় হত্যাকান্ড চালানোর দায়ে তাকে ২৫ বছরের কারাদন্ড দেয়া হয়। ১৯৯১ ও ১৯৯২ সালে এ দু’টি স্থানে সেনা অভিযান চালিয়ে ২৫ জনকে হত্যা করা হয়। সূত্র : সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।