মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়, ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে বহু লোক নিখোঁজ রয়েছে, যার সংখ্যা নিরূপণ করা যায়নি। সোমবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার গ্রীষ্মমÐলীয় ঝড় তেম্বিন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ে আঘাত হানে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা উপদ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে এবং লানাও ডেল সুর প্রদেশে বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দ্বীপের উত্তরাঞ্চলে ঝড়ে আরো অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা উপদ্রæত তিন এলাকায় নিখোঁজ ১০৭ জনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহের শেষে কয়েকশ’ বাড়িঘর আকস্মিক বন্যার ¯্রােতে ডুবে ও ভেসে গেছে। ভূমিধসে আরো অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মিন্দানাওয়ের প্রায় ১৩ হাজার পরিবারের অন্তত ৫২ হাজার মানুষ আশ্রয় শিবিরে বড়দিন উদযাপন করছে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।