বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা সাঁথিয়ায় গতকাল রোববার রাতে রনি (১৩) নামের এক চালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ছিনতাইকারী ২ সহোদর ভাইকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত রনির বাড়ি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে ও সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, ষষ্ঠ শ্রেণির ছাত্র দরিদ্র রনি ছুটির দিনে অবসরে অটোভ্যান চালাত। গত রোববার অটোভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে এবং থানা পুলিশকে অবহিত করে।
খুঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় সাঁথিয়ার অর্জুন নামের এক মেকার ওই দিন অটোভ্যান কেনার সময় বিক্রেতার ছবি মোবাইলে ধারণ করে রাখেন। বিষয়টি থানা পুলিশকে জানালে সেই ছবি দেখে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা অভিযান চালিয়ে আতাইকুলা থানার তৈলকপি গ্রামের আসাদুল (৩৫) ও আশরাফুলকে (৩০) আটক করে। আটকৃতরা ভাড়ার কথা বলে রনিকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিতে সাঁথিয়া থানার দরিজগনাথপুর শ্বশানঘাটের জঙ্গল থেকে আজ সোমবার সকালে রনির লাশ উদ্ধার করে পুলিশ।
ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু ইউনুস জানান, তার প্রতিবেশী রনির বাবা দরিদ্র হওয়ায় সে স্কুলে লেখাপড়ার পাশাপাশি ছুটির দিনে ভ্যান চালিয়ে সংসার চালাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।