রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে পার্শ¦বর্তী এলাকার কয়েক’শ একর আবাদি জমি ও ঘরবাড়ি। নষ্ট হয়ে গেছে ওই এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা। জানা যায়, উপজেলার বড়বিল ইউনিয়নের গিড়িয়ার পার এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম দীর্ঘদিন থেকে তার বাড়ির পার্শ¦বর্তী এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। বালু উত্তোলন এলাকার পার্শ্ববর্তী আবাদি জমি হুমকির মুখে পড়ছে। আর প্রতিদিন ট্রলি দিয়ে বালু পরিবহনের ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে গিরিয়ার পাড় পাকা সড়ক হতে ফসলি জমিতে যাওয়া একমাত্র চলাচলের প্রায় ২ কিলোমিটার রাস্তা। এলাকার মনোয়ার, বাববুল তৈয়ব ও এব্রাহিম জানায়, প্রায় ৩ মাস থেকে আব্দুর রহিম বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় হুমকির মুখে পড়েছে আবাদকৃত ফসলি জমি নষ্ট হয়ে গেছে জমিতে যাওয়া একমাত্র রাস্তাটি। আব্দুর রহমান বলেন আমি নিজের জমি হতে বালু তুলছি, এতে কার করার কি আছে। রাস্তা ক্ষতি হচ্ছে জানতে চাইলে বলেন সরকারি রাস্তা গাড়ি চলাচল করবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল হক বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।