Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসরাইলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতির শঙ্কা হামাসের

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র ইসরাইলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছ্নে হামাস নেতা ইসমাইল হানিয়া। গত শনিবার গাজা উপত্যকায় এক অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, হামাসের কাছে তথ্য আছে জেরুজালেম ও ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটন নতুন সিদ্ধান্ত নিতে পারে। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইসমাইল হানিয়া বলেন, আমাদের কাছে তথ্য আছে মার্কিন প্রশাসন ইসরাইলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে। তারা দখলীকৃত বসতিগুলোর স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে আসার অধিকার রুদ্ধ করে দিতে পারে। তবে তিনি নিজের এই বক্তব্যের কোনও তথ্যসূত্র প্রকাশ করেননি। ২০১৪ সালে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার একটি শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। ওই আলোচনা টিকিয়ে রাখতে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের আশঙ্কা, নেতানিয়াহুর ওই দাবি মেনে নেওয়া হলে ১৯৪৮ সালের যুদ্ধে শরণার্থী হয়ে পড়া ফিলিস্তিনিদের ফিরে আসার অধিকার রুদ্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পর্যালোচনারও আহŸান জানান হামাস নেতা। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অসলো শান্তি চুক্তি এবং ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের বিষয়টি পর্যালোচনার অনুরোধ করা হয়েছে। আনাদোলু।



 

Show all comments
  • লিয়াকত আলী ২৫ ডিসেম্বর, ২০১৭, ৫:২০ এএম says : 0
    এই ইসরাইলই একটি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ